অনেক বাবা মা আছেন সন্তানের জন্মের আগেই শিশুটি ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা জানতে চান। অনেকে মায়ের শারীরিক অবস্থা দেখে অনুমানের উপর ছেলে হবে কি মেয়ে হবে সেটাও বলে দেন। তবে গর্ভের শিশুটি ছেলে নাকি মেয়ে সেটা জানার বিজ্ঞান্সম্মত পদ্ধতি আছে। বাচ্চা ছেলে নাকি মেয়ে এই বিষয়টি জানার ২ ধরনের উপায় আছে।
১। ব্লাড টেস্ট
২। আলট্রাসাউন্ড
ব্লাড টেস্টঃ
গর্ভাবস্থার প্রায় ১০ সপ্তাহের দিকে মায়ের রক্ত পরীক্ষার মাধ্যমে বাচ্চার জেন্ডার মানে শিশুটি ছেলে হবে কি মেয়ে হবে সেটা জানা সম্ভব। এই টেস্ট কে NIPT(non-invasive prenatal test ) টেস্ট বলা হয়। এই টেস্টের মাধ্যমে গর্ভস্থ শিশুর আরো কিছু টেস্ট ও করা হয় যেমন, ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, ভ্রূনের সেক্স ক্রোমোজোম এ যদি কোনো ত্রুটি সেটাও জানা সম্ভব এই টেস্টের মাধ্যমে।

আলট্রাসাউন্ডঃ
আলট্রাসাউন্ড হল গর্ভের শিশু ছেলে না মেয়ে হবে সেটা জানার বহুল জনপ্রিয় এবং প্রচলিত পদ্ধতি। গর্ভের ১৮-২২ সপ্তাহের মাঝে আলট্রাসাউন্ড করলে ও সন্তানের লিঙ্গ জানা সম্ভব।
